এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মৃত রোগীর সংখ্যা অর্ধশত ছুঁই ছুঁই করছে। সর্বশেষ ২৪ ঘণ্টায় হাসপাতালে চিকিৎসাধীন রোগীদের মধ্যে একজনসহ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ৪৯ জনে দাঁড়িয়েছে।
তাদের মধ্যে রাজধানীর সরকারি-বেসরকারি হাসপাতালে ৪৫ জন ও ঢাকার বাইরের বিভিন্ন বিভাগে চারজনের মৃত্যু হয়। মৃতদের মধ্যে জুলাইয়ে ১২ জন, আগস্টে ৩৩ জন এবং ৩ সেপ্টেম্বর পর্যন্ত চারজনের মৃত্যু হয়।
ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মোট মৃত ৪৯ জনের মধ্যে রাজধানীর সরকারি হাসপাতালে ১৮ জন, বেসরকারি হাসপাতাল ক্লিনিকে ২৭ জন এবং ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে চারজনের মৃত্যু হয়।
স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার অ্যান্ড কন্ট্রোল রুম সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, রাজধানীর সরকারি হাসপাতালগুলোর মধ্যে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে একজন, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে ১১ জন এবং ঢাকা শিশু হাসপাতালে ছয়জনের মৃত্যু হয়।
বেসরকারি হাসপাতালগুলোর মধ্যে হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট হাসপাতালে দুইজন, ইবনে সিনা হাসপাতালে ছয়জন, স্কয়ার হাসপাতালে সাতজন, সেন্ট্রাল হাসপাতালে একজন, গ্রীন লাইফ হাসপাতালে একজন, ইউনাইটেড হাসপাতালে দুইজন, বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে পাঁচজন, উত্তরা আধুনিক মেডিকেল কলেজ হাসপাতালে একজন, পপুলার মেডিকেল কলেজ হাসপাতালে একজন এবং আনোয়ার খান মডার্ন হাসপাতাল একজনের মৃত্যু হয়।
পরিসংখ্যানে দেখা গেছে, চলতি বছরের ১ জানুয়ারি থেকে শুক্রবার (৩ সেপ্টেম্বর) পর্যন্ত রাজধানীসহ সারাদেশে সর্বমোট ১১ হাজার ২৩৬ জন ডেঙ্গু আক্রান্ত রোগী হাসপাতালে ভর্তি হন। তাদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন নয় হাজার ৯২৭ জন।
চলতি বছর জানুয়ারিতে ৩২ জন, ফেব্রুয়ারিতে নয়জন, মার্চে ১৩ জন, এপ্রিলে তিনজন, মে মাসে ৪৩ জন, জুনে ২৭২ জন এবং জুলাইয়ে দুই হাজার ২৮৬ জন, আগস্টে সাত হাজার ৬৯৮ এবং ৩ সেপ্টেম্বর পর্যন্ত ৮৮০ জন রোগী ভর্তি হন।
স্বাস্থ্য অধিদফতর সূত্রে জানা গেছে, চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ৪৯ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে জুলাইয়ে ১২ জন, আগস্টে ৩৩ জন ও ৩ সেপ্টেম্বর পর্যন্ত চারজনের মৃত্যু হয়।