এসএমএস না পেলেও করোনার টিকা নিতে পারবেন গর্ভবতী ও স্তন্যদায়ী নারীরা। নিবন্ধনের পর সুবিধাজনক সময়ে নির্ধারিত টিকাকেন্দ্রে গেলেই টিকা পাবেন তারা।
রোববার (৫ সেপ্টেম্বর) দুপুরে করোনা পরিস্থিতি নিয়ে নিয়মিত স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের টিকা কর্মসূচির পরিচালক ডা. শামসুল হক।
তিনি বলেছেন, ‘গর্ভবতী নারীদের টিকা নেওয়ার বিষয়ে নতুন নির্দেশনা দেওয়া হয়েছে। এখন থেকে গর্ভবতী নারীরা নিবন্ধনের পর এসএমএস না পেলেও পছন্দমতো সময়ে নির্ধারিত কেন্দ্রে গিয়ে টিকা নিতে পারবেন।’
তিনি বলেন, ‘গর্ভবতী নারীদের টিকা নেওয়ার আগে অবশ্যই চিকিৎসকের ব্যবস্থাপত্র নিয়ে যেতে হবে। এছাড়া, টিকা নেওয়ার আগে সম্মতিপত্রে স্বাক্ষর করতে হবে।’
শামসুল হক জানান, ৭ সেপ্টেম্বর থেকে ভ্যাকসিনেশন ক্যাম্পেইনের দ্বিতীয় ডোজের টিকা প্রয়োগ শুরু হবে। প্রথম ডোজের টিকা যে কেন্দ্রে নিয়েছেন, সে কেন্দ্রে গিয়ে দ্বিতীয় ডোজের টিকা নিতে হবে। এ সময় অবশ্যই টিকা কার্ড নিয়ে যেতে হবে।
ক্যাম্পেইনে প্রথম ডোজের টিকা কার্যক্রম চলবে কি না, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘দ্বিতীয় ডোজের টিকা ক্যাম্পেইনের সময় আমাদের নিয়মিত টিকাদান কর্মসূচিও চলবে। নির্ধারিত কেন্দ্রগুলোতে প্রথম এবং দ্বিতীয় ডোজের টিকা দেবেন স্বাস্থ্যকর্মীরা।’
শামসুল হক বলেন, ‘বিগত সময়ে ভ্যাকসিনেশন ক্যাম্পেইনে এক দিনে আমরা ৩০ লক্ষাধিক মানুষকে টিকা দিয়েছি। নিঃসন্দেহে এটি বিরাট কর্মযজ্ঞ। আগের তুলনায় দ্বিতীয় ডোজের ক্ষেত্রেও আমরা সফলভাবে টিকা কার্যক্রম সম্পন্ন করতে পারব। সবাই যদি সুশৃঙ্খলভাবে টিকা নিতে আসেন, তাহলে কোনো সমস্যা হবে না।’