যশোরের মনিরামপুরে নিষিদ্ধ সংগঠন আনসার আল ইসলামের সক্রিয় সদস্য সন্দেহে চার যুবককে আটক করেছে র্যাব।
উপজেলার ভোজগাতী ইউনিয়নের চালকিডাঙ্গি গ্রাম থেকে শনিবার তাদের আটক করা হয় বলে র্যাবের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
এরা হলেন মনিরামপুরের আব্দুল্লাহ আল গালিব (২৪), মুহাম্মদ আলী শেখ (২১), যশোর সদরের মো. জাফর হোসেন ওরফে শিমুল খান (২১) ও নাদির হোসেন (৩০)।
রোববার পাঠানো র্যাব-৬ এর জ্যেষ্ঠ সহকারী পরিচালক (লিগ্যাল ও মিডিয়া) মো. বজলুর রশীদ স্বাক্ষরিত এই বিজ্ঞপ্তিতে বলা হয়,
শনিবার র্যাবের একটি দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চালকিডাঙ্গি গ্রামে অভিযান চালিয়ে আনসার আল ইসলামের চার সদস্যকে আটক করে।“এ সময় তাদের কাছ থেকে উগ্রবাদী নথিপত্র, একটি ল্যাপটপ এবং পাঁচটি মোবাইল জব্দ করা হয়।”
প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জঙ্গি সংশ্লিষ্টতার বিষয়টি স্বীকার করেছেন বলে বিজ্ঞপ্তিতে বলা হয়।