নরসিংদীতে ট্রেনে কাটা পড়ে শ্রবণ প্রতিবন্ধী এক যুবকের মৃত্যু হয়েছে। বুধবার (০৮ সেপ্টেম্বর) সকালে পলাশ উপজেলার জিনারদী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত যুবকের নাম সোহাগ মিয়া (২৭) ও সদর উপজেলা মাধবদীর খিলগাঁও গ্রামের আইয়ুব আলীর ছেলে।
নরসিংদী রেলওয়ে পুলিশ ও স্বজনরা জানান, চট্টগ্রাম স্টেশন থেকে ছেড়ে আসা ঢাকাগামী মহানগর ট্রেনে কাটা পড়েন সোহাগ এবং ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। এর আগে সকাল সাড়ে ৬টায় মাধবদীর খিলগাঁও থেকে ঘুরতে বের হয় সোহাগ, সে কানে একটু কম শুনেন। ট্রেনে কাটা পড়ে মারা গেছে সোহাগ নামে এক যুবক এ খবর শুনে মরদেহটি দেখতে এসে সনাক্ত করে তার স্বজনরা।
নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা উপপরিদর্শক ইমায়েদুল জাহিদী জানান, ‘ঢাকাগামী আন্তনগর মহানগর এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে মৃত্যু হয়েছে সোহাগের। ট্রেনে কাটা পড়ার আগে সোহাগ রেললাইন পারাপার হচ্ছিল বলে আমরা জানতে পেরেছি। এ খবর পেয়ে নিহতের মরদেহ উদ্ধার করা হয়। পরে তাঁর পরিচয় শনাক্তের পর আইনী পক্রিয়া শেষে স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করা হয়।’