লক্ষ্মীপুরে আলাদা সড়ক দুর্ঘটনায় ৩ মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। আজ ৮(সেপ্টেম্বর) বুধবার দুপুরে সদর উপজেলার ঢাকা- লক্ষ্মীপুর আঞ্চলিক মহাসড়কের চরচামিতা ও আটিয়াতলিতে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, চরচামিতাতে বাসের সঙ্গে সংঘর্ষে অজ্ঞাত পরিচয়ের দুই জন ও আটিয়াতলিতে সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে সংঘর্ষে ইকবাল হোসেন নামে এক যুবকের মৃত্যু হয়। নিহতদের মরদেহ উদ্ধার করে সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ। নিহত ইকবাল কমলনগর উপজেলার হাজিরহাট এলাকার বাসিন্দা।
পুলিশ জানায়, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা যাত্রীবাহী শাহী বাস পরিবহন লক্ষ্মীপুর-ঢাকা আঞ্চলিক মহাসড়কের চরচামিতাতে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলে থাকা দুই জনের মধ্যে একজন ঘটনাস্থল নিহত হন এবং অপরজন আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পথে মারা যান।
অন্যদিকে, একই সড়কের আটিয়াতলিতে অটোরিকশার সঙ্গে বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী ইকবাল মারা যান।
চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একে ফজলুল হক ও হাইওয়ে থানা পুলিশের ওসি যোবায়েরুল হক জানান, আলাদা সড়ক দুর্ঘটনায় তিন জন নিহত হয়েছেন। দুর্ঘটনাকবলিত গাড়িগুলো জব্দ করে পুলিশি হেফাজতে রাখা হয়েছে।’