র্যাব-৯ এর অভিযানে সুনামগঞ্জ জেলার বিশ্বম্ভরপুর থানাধীন এলাকা থেকে বিদেশি মদসহ একজনকে গ্রেপ্তার করা হয়েছে।
বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) বেলা ২টার দিকে র্যাব-৯, সিপিসি-৩ (সুনামগঞ্জ ক্যাম্প) এর একটি আভিযানিক দল তাকে গ্রেপ্তার করে সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়।
অভিযানে নেতৃত্ব দেন লে. কমান্ডার সিঞ্চন আহমেদ।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বিশ্বম্ভরপুর থানাধীন পশ্চিম কাছিরগাতি গ্রামস্থ মো. রুহুল আমিন এর বসত ঘরের বারান্দায় অভিযান পরিচালনা করে ১০ বোতল বিদেশি মদ জব্দ ককে তাকে গ্রেপ্তার করা হয়।মো. রুহুল আমিন (৩৫) বিশ্বম্ভরপুর উপজেলার রনবিদ্যা গ্রামের আতাব মিয়ার ছেলে।
পরবর্তী আইনগতব্যবস্থা গ্রহণ করার লক্ষ্যে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন;২০১৮ এর ৩৬(১) এর সারণী ২৪(ক) ধারায় মামলা দায়ের করে আসামি ও জব্দকৃত আলামতসমূহ সুনামগঞ্জ জেলার বিশ্বম্ভরপুর থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানায় র্যাব।