শায়েস্তাগঞ্জ নতুন ব্রিজ এলাকা থেকে ১৬৫ পিস ইয়াবাসহ এক নারী মাদক ব্যবসায়ীকে আটক করেছে ডিবি পুলিশ। গত বুধবার রাত ১২টার দিকে তাকে আটক করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে এসআই ধ্রুবেশ চক্রবর্তীসহ একদল পুলিশ শায়েস্তাগঞ্জ নতুন ব্রিজ এলাকায় অভিযান চালিয়ে সিলেটগামী একটি বাস থেকে সীমা বেগম রুপা (৪০) নামের ওই নারীকে আটক করেন। এ সময় তার কাছ থেকে উল্লেখিত ইয়াবা উদ্ধার করা হয়। সে মুন্সীগঞ্জ জেলার বিক্রমপুর গ্রামের বৃত জাহাঙ্গীর আলমের কন্যা ও ঢাকার রামপুরার মাদক ব্যবসায়ী আমির আলীর স্ত্রী। তার বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হয়েছে।