রাজধানীর সবুজবাগের বাসাবোতে চোর সন্দেহে এক যুবককে পিটিয়ে হত্যা করেছে জনতা। এ ঘটনার সঙ্গে সম্পৃক্ত থাকার অভিযোগে ২ জনকে আটক করেছে পুলিশ।
আজ শুক্রবার ভোররাত সোয়া ১টার দিকে এই ঘটনা ঘটেছে।
সংশ্লিষ্ট সূত্র দ্য ডেইলি স্টারকে জানিয়েছে, হৃদয় (২৮) নামে একজনকে অচেতন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ভোররাত ৩টায় তাকে মৃত ঘোষণা করেন।
সবুজবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) আনোয়ার হোসেন ডেইলি স্টারকে বলেন, ‘সংবাদ পেয়ে বাসাবো খেলার মাঠে যাই। দেখি সেখানে বাউন্ডারির ভেতরে হৃদয় নামের এক যুবককে হাত-পা বেঁধে পেটানো হচ্ছে।’
তিনি আরও বলেন, ‘তখন জানতে পারি বাউন্ডারির ভিতরে ক্লাবের নির্মাণকাজের জিনিসপত্র চুরি করতে সে ভিতরে ঢুকেছে এই অভিযোগে সেখানে দায়িত্বে থাকা ম্যানেজার, কনট্রাকটর ও কেয়ারটেকারসহ কয়েকজন মিলে ঐ যুবককে আটক করে।’