ছিনতাইকারীদের হামলায় আহত দুজন হলেন ইতিহাস ও প্রত্নতত্ত্ব বিভাগের শিক্ষক মনিরুজ্জামান মজনু ও জেন্ডার অ্যান্ড ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের ছাত্র পরাগ মাহমুদ।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন মহানগর গোয়েন্দা পুলিশের সহকারী কমিশনার আলতাব হোসেন।
তিনি বলেন, ছিনতাইকারীদের হামলায় আহত শিক্ষক ও ছাত্রকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ছিনতাইকারীদের গ্রেপ্তারে অভিযান চলছে।
বিশ্ববিদ্যালয় প্রশাসন সূত্রে জানা গেছে, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের পাশে স্থানীয় রালবাগ এলাকায় রাত ১টার দিকে শিক্ষক মনিরুজ্জামানকে ছুরি দিয়ে আঘাত করে টাকা ও মোবাইল নিয়ে যায় দুর্বৃত্তরা। পরে স্থানীয় লোকজনের উদ্যোগে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।
পরে রাত আড়াইটার দিকে বিশ্ববিদ্যালয়ের ১ নম্বর ফটকের সামনে শিক্ষার্থী পরাগকে তিন তরুণ পথরোধ করে। এরপর তারা তাকে কুপিয়ে মোবাইল ও টাকা ছিনিয়ে নিয়ে যায়।
পরাগ মাহমুদ পার্ক মোড় এলাকার একটি ছাত্রাবাস থেকে সর্দারপাড়া এলাকায় তার এক বন্ধুর ছাত্রাবাসে যাওয়ার পথে এ ঘটনা ঘটে।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর গোলাম রব্বানী বলেন, কয়েকজন ছিনতাইকারী বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে কুপিয়ে তার মোবাইল ও কিছু টাকা ছিনিয়ে নেয়।