রাজশাহীতে দুটি বিদেশি পিস্তলসহ সুজন আলী ওরফে জিল্লুর (২৬) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার ভোর ৬টার দিকে জেলার চারঘাট উপজেলার টাঙ্গন এলাকা থেকে তাকে আটক করা হয়। রাজশাহী জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) এ অভিযান চালায়।
জেলা ডিবি পুলিশের ওসি আতাউর রহমান জানান, ভোরে দুটি বিদেশি পিস্তল, তিনটি ম্যাগাজিন ও পাঁচ রাউন্ড গুলি কোমরে গুঁজে নিয়ে যাচ্ছিলেন সুজন। তখন ডিবি পুলিশের একটি দল তাকে আটক করে। এ নিয়ে থানায় তার বিরুদ্ধে মামলা করা হয়েছে।
গ্রেপ্তারকৃত সুজনের বাড়ি চারঘাটের কান্দিপাড়া গ্রামে। তার বাবার নাম মহসিন আলী। সুজন একজন অস্ত্র ব্যবসায়ী বলে জানিয়েছে পুলিশ।