কুড়িগ্রামের ফুলবাড়ীতে সদ্য যোগদানকৃত উপজেলা নির্বাহী অফিসার সুমন দাসের সাথে ফুলবাড়ী প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময় হয়েছে। সোমবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এ সভায় সীমান্তবর্তী এ উপজেলার আর্থ-সামাজিক অবস্থা, রাজনৈতিক ও ধর্মীয় পরিবেশ, আইন-শৃংখলা পরিস্থিতি, মাদক চোরাচালান, বাল্যবিবাহ, অবৈধ বালু উত্তোলন সহ বিভিন্ন বিষয়ে সাংবাদিকদের সাথে গুরত্বপুর্ণ আলোচনা হয়।
৩১ তম বিসিএসের এ কর্মকর্তা ফুলবাড়ী উপজেলার সার্বিক উন্নয়ন অগ্রযাত্রায় সাংবাদিকদের ইতিবাচক সহযোগিতা কামনা করেন। এর আগে তিনি ফরিদপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার হিসাবে কর্মরত ছিলেন।
মতবিনিময় সভায় দৈনিক ইত্তেফাক ও অনলাইন নিউজ পোর্টাল সময়ের কন্ঠস্বরের প্রতিনিধি অনিল চন্দ্র রায়, খোলা কাগজ প্রতিনিধি এস এম আসাদুজ্জামান, নিউ নেশন প্রতিনিধি জাহাঙ্গীর আলম, নয়া দিগন্ত সংবাদাতা অলিউর রহমান নয়ন, সমকাল প্রতিনিধি শাহিনুর রহমান শাহিন, যুগান্তর প্রতিনিধি আব্দুল আজিজ মজনু, ফুলবাড়ী প্রেসকাবের সেক্রেটারী ও মানবজমিন প্রতিনিধি রবিউল ইসলাম বেলাল, সভাপতি ও দৈনিক সকালের সময় প্রতিনিধি এমদাদুল হক মিলন, উপজেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা সবুজ কুমার গুপ্ত, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আতাউর রহমান শেখ উপস্থিত ছিলেন।