ব্রাহ্মণবাড়িয়ায় বাংলাদেশ গ্যাস ফিল্ডসের প্রধান কার্যালয়ের সামনে সিবিএ নির্বাচনে প্রচারণার সময় প্রতিপক্ষের হামলায় দুই ভাই আহত হয়েছেন।মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) রাতে এই হামলার ঘটনা ঘটে। আহতদের মধ্যে কাজী জুনায়েদ নামের একজনকে গুরুতর আহতাবস্থায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
এ ঘটনায় কাজী জুনায়েদের ভাই কাজী জুবায়ের নামে আরও একজন আহত হয়। তারা দুজনেই শহরতলির ঘাটুরা এলাকার কাজী কুদ্দুস মিয়ার ছেলে।
জানা যায়, ২৯ সেপ্টেম্বর অনুষ্ঠিতব্য সিবিএ নির্বাচনকে সামনে রেখে মঙ্গলবার রাতে মোটরসাইকেল শোডাউন করে প্রচরাণা চালায় আলাল-আনিস পরিষদের লোকজন। এ সময় আলাল-আনিস পরিষদের সমর্থক কাজী জুনায়েদ ও তার ভাই জুবায়েরের উপর পেছন থেকে হামলা করে গফুর-মুরশেদের লোকজন। খবর পেয়ে তাদের লোকজন উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিয়ে আসে। পরে চিকিৎসক গুরুতর আহতাবস্থায় কাজী জুনায়েদকে ঢাকা মেডিকেলে রেফার্ড করেন।
এ বিষয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমরানুল ইসলাম জানান, নির্বাচন নিয়ে দুই গ্রুপের মধ্যে সৃষ্ট উত্তেজনা থেকে সংঘর্ষের ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে।