ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় প্রায় সাত মাস পর হাইকোর্ট থেকে জামিন পেলেন সুনামগঞ্জের শাল্লা থানার ঝুমন দাস। হেফাজত নেতা মামুনুল হককে নিয়ে ফেসবুকে আপত্তিকর পোস্ট দেওয়ার অভিযোগে সুনামগঞ্জের শাল্লা থানায় করা ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে ছিলেন ঝুমন।
বৃহস্পতিবার হাইকোর্ট থেকে জামিন পান তিনি।বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি কে এম জাহিদ সারোয়ার কাজলের হাইকোর্ট বেঞ্চ এক বছরের জন্য জামিন দেন।