চট্টগ্রাম নগরের বাকলিয়া থানা এলাকায় অভিযান চালিয়ে সাতটি চোরাই সিএনজিচালিত অটোরিকশাসহ ছয় ব্যক্তিকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) থানা এলাকায় বিশেষ চেকপোস্ট স্থাপন করে তাদের আটক করা হয়।
শুক্রবার (২৪ সেপ্টেম্বর) চট্টগ্রাম র্যাবের সহকারী পরিচালক (মিডিয়া) নুরুল আবছার বিষয়টি নিশ্চিত করে জাগো নিউজকে বলেন, বৃহস্পতিবার বাকলিয়া থানা এলাকায় একটি বিশেষ চেকপোস্ট স্থাপন করে সাতটি চোরাই অটোরিকশা জব্দ করা হয়। একইসঙ্গে চোরাই কাজে জড়িত থাকার অভিযোগে ছয় ব্যক্তিকে আটক করা হয়েছে।
আটকরা হলেন- মো. রাসেল (৩৪), মো. নজরুল ইসলাম (৩৫), মো. আব্দুর রশিদ (৩১), মো. আওলাদ হোসেন (২৫), মো. মোক্তার হোসেন (৩৭) ও মো. আব্দুল গফুর (৪৮)।
র্যাবের সহকারী পরিচালক নুরুল আবছার আরও জানান, আটকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য বাকলিয়া থানায় হস্তান্তর করা হয়েছে