মাধবপুর উপজেলার হরিতলায় আনসারের এপিসিকে মেরে রক্তাক্ত করলো অপর এক সৈনিক।
গতকাল শুক্রবার দুপুরে তুচ্ছ ঘটনা নিয়ে আনসার ক্যাম্পের ভিতরে সংঘর্ষে সে আহত হয়। জানা যায়, গত ১৩ সেপ্টেম্বর সৈনিক জসিম মিয়া ৮ দিনের ছুটিতে গ্রামের বাড়িতে যান। গত ২১ সেপ্টেম্বর তার কর্মস্থলে যোগদান করার কথা থাকলেও জসিম মোবাইল ফোন বন্ধ করে রাখেন এবং দুদিন পর কাজে যোগদান করে। এ বিষয়ে এপিসি দুলন আচার্য্য সৈনিক জসিমের কাছে দু’দিন পরে আসার কারন জানতে চাইলে জসিম ক্ষিপ্ত হয়ে উঠেন। এ নিয়ে তর্কবির্তকের এক পর্যায়ে হামলায় দুলন আহত হন। ঘুষিতে তার নাকে হাড় ভেঙ্গে গেছে বলে জানা গেছে। সাথে সাথে তাকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে আসা হয়।
এবিষয়ে হবিগঞ্জ জেলা আনসার কমান্ডার এর সাথে যোগাযোগ করা হলে তিনি মাধবপুর ক্যাম্পের অফিসারদের সাথে যোগাযোগ করার কথা বলে ফোন কেটে দেন।