হবিগঞ্জের বানিয়াচংয়ে সম্পত্তি নিয়ে বিরোধের জের ধরে ভাতিজার দেশীয় অস্ত্রের আঘাতে এক ওমান প্রবাসী নিহত হয়েছেন।
সোমবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলা সদরের যাত্রাপাশা গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত শাহাব উদ্দিন (৩৮) একই গ্রামের ইরফান উল্লাহর ছেলে।
পুলিশ ও এলাকাবাসী সূত্র জানায়, দীর্ঘদিন ধরে ওমান প্রবাসী শাহাব উদ্দিন এবং হারুন মিয়ার মধ্যে বাড়ির জমি নিয়ে বিরোধ চলছিল। তাদের মধ্যে এ বিরোধ চরম আকারে পৌঁছায়।
সকালে দুই পরিবারের শিশুদের মধ্যে ঝগড়া হয়। এ নিয়ে দুই পরিবারের বড়দের মধ্যেও ঝগড়া হয়। একপর্যায়ে হারুন মিয়া ও তার ছেলে আনোয়ার হোসেন দেশীয় অস্ত্র দিয়ে শাহাব উদ্দিনকে আঘাত করে। এতে তিনি গুরুতর আহত হলে স্থানীয়দের সহায়তায় পরিবারের লোকজন তাকে উদ্ধার করে সদর আধুনিক হাসপাতালে নিয়ে যায়।
সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
হবিগঞ্জ সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডা. মিঠুন রায় এ মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।
বানিয়াচং থানার ওসি মোহাম্মদ এমরান হোসেন জানান, উপজেলার যাত্রাপাশা গ্রামে দুই ভাইয়ের মধ্যে সংঘর্ষের ঘটনায় একজন মারা গেছেন। ঘটনার সঙ্গে জড়িতদের ধরতে পুলিশের অভিযান চলছে।