সুনামগঞ্জের ধর্মপাশায় উপজেলা প্রশাসন, থানা পুলিশ ও মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর বিশেষ অভিযান পরিচালনা করে ৮ কেজি গাজাসহ স্বামী স্ত্রীকে গ্রেফতার করেছে।
গ্রেফতারকৃতরা হলো, উপজেলার সেলবরষ ইউনিয়নের বীর উত্তর গ্রামের নূর ইসলামের ছেলে আব্দুল আজিজ ( ৪৭) ও তার স্ত্রী মনি আক্তার (৩৩) ।
ধরমপাশা থানা পুলিশ সূত্রে জানা যায়, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এবং ধরমপাশা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মুনতাসির হাসানের নেতৃত্বে মঙ্গলবার দুপুরে বিশেষ অভিযান পরিচালনা করে উপজেলার বীর উত্তর গ্রামে আজিজের বসত বাড়িতে খাটের নিচে রাখা ৮ কেজি গাজাসহ আজিজ ও তার স্ত্রীকে গ্রেফতার করা হয়।
ধরমপাশা থানার অফিসার ইনচার্জ মোঃ খালেদ চৌধুরী ৮ কেজি গাঁজা সহ স্বামী স্ত্রীকে গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে এ প্রতিবেদককে বলেন, গ্রেফতারকৃতরা এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী তারা দীর্ঘদিন ধরে পুলিশের চোখ ফাঁকি দিয়ে এলাকায় মাদক ব্যবসা করে আসছিলো।তিনি আরো বলেন থানা এলাকায় মাদক নির্মূলে আমাদের এ ধরণের অভিযান অব্যাহত থাকবে। আসামীদের সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের পূর্বক আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।