তিনি উপজেলার সুরমা চা বাগানের ২০ নম্বর এলাকার নন্দকুমার পানতাতী’র পুত্র ও সুরমা চা বাগানের সাবেক পঞ্চায়েত।
মৃত্যুর বিষয় সত্যতা নিশ্চিত করে লস্করপুর ভ্যালি সভাপতি রাবিন্দ্র গৌড় জানান, বুধবার (৬ অক্টোবর) সকালে বকুল পানতাতি সাতছড়ী এলাকায় এক আত্মীয়ের বাড়িতে যায়। সেখানে হঠাৎ তিনি বুকে ব্যাথা অনুভব করেন। কিছুক্ষণ বিশ্রাম নেওয়ার পর কিছুটা সুস্থ অনুভব করলে তিনি সেখান থেকে মোটর সাইকেলযোগে কর্মস্থলে যাওয়ার পথে ঢাকা-সিলেট পুরাতন মহাসড়কের সুরমা চা বাগানের কিবরিয়াবাদ নামক স্থানে আসার পর মোটরসাইকেল চলন্ত অবস্থায় তার আকষ্মিক মৃত্যু ঘটে।
ঘটনাস্থলে এলাকার লোকজন এসে মোটরসাইকেলটি উদ্ধার করে ও আত্মীয়-স্বজনকে খবর দিলে তার লাশ তার নিজ বাড়িতে নিয়ে যাওয়া হয়।