হবিগঞ্জ জেলা পুলিশের আয়োজনে আজ ০৬ অক্টোবর ২০২১ ইংরেজি মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে।
উক্ত মাসিক সভায় গুরত্বপূর্ণ মামলার রহস্য উদঘাটন, পেশাদার অপরাধী ও সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার এবং আইন শৃঙ্খলা রক্ষায় বিশেষ অবদান রাখায় ২য় বারের মতো পুরষ্কারের অভিন্ন মানদন্ডে জেলার শ্রেষ্ট অফিসার ইনচার্জ নির্বাচিত হয়েছেন বানিয়াচং থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ এমরান হোসেন।
এছাড়াও শ্রেষ্ট এএসআই এর পুরষ্কার গ্রহন করেন এ এস আই মোহাম্মদ সাদ্দাম হোসেন।
উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ জেলার পুলিশ সুপার এসএম মুরাদ আলি বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শৈলেন চাকমা, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) হবিগঞ্জ,মাহফুজা আক্তার শিমুল, অতিরিক্ত পুলিশ সুপার, সদর সার্কেল, হবিগঞ্জ। পলাশ রঞ্জন দে, অতিরিক্ত পুলিশ সুপার, বানিয়াচং সার্কেল, হবিগঞ্জ, জনাব মাহমুদুল হাসান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর) হবিগঞ্জ, মহসিন আল মুরাদ, সিনিয়র সহকারী পুলিশ সুপার, মাধবপুর সার্কেল, হবিগঞ্জ।
এছাড়া ও হবিগঞ্জ জেলার বিভিন্ন থানার অফিসার ইনচার্জ, পুলিশ পরিদর্শক (তদন্ত) ও অন্যান্য অফিসার ফোর্স বৃন্দ।
এই বিষয়ে অফিসার ইনচার্জ মোহাম্মদ এমরান হোসাইন বলেন আমাকে দ্বিতীয় বারের মতো জেলার শ্রেষ্ঠ ওসি হিসেবে নির্বাচিত করায় জেলা পুলিশের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।
এই সাফল্য আমার একার নয়। হবিগঞ্জ জেলা পুলিশের অভিভাবক শ্রদ্ধাভাজন পুলিশ সুপার মহোদয় এবং অতিরিক্ত পুলিশ সুপার বানিয়াচং সার্কেল মহোদয়ের দিক নির্দেশনা ও বানিয়াচং থানার সকল এস আই, এ এস আই সহ সকল ফোর্সের নিরলস কর্মক্ষমতা ও সহায়তায় এই সফলতা অর্জনে সক্ষম হয়েছি।
আমাকে পুরষ্কৃত করায় আমার কাজের উৎসাহ হাজারগুন বৃদ্ধি পাবে।
আমি যেন আমার পেশাগত দায়িত্ব সঠিক ভাবে পালন করে যেতে পারি সকলে আমার জন্য দোয়া আশীর্বাদ করবেন।