হবিগঞ্জ জেলার দুই উপজেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় একদিনে দুজন নিহত হয়েছেন। জেলার মাধবপুর ও লাখাই দুই উপজেলায় পৃথক ঘটনা ঘটে।
জানা যায়, মাধবপুর নানাবাড়িতে মায়ের মৃত্যুর খবর পেয়ে বাড়ি থেকে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় ছেলে নিহত হয়েছেন। উপজেলার হারিয়া গ্রামের কাছে ঢাকা-সিলেট মহাসড়কে সোমবার সকালে এ দুর্ঘটনা ঘটনা ঘটে।
নিহত আলাল মিয়া (৩০) উপজেলার আদাঐর গ্রামের অনু মিয়ার ছেলে।
উপজেলার বানেস্বর গ্রামে নানাবাড়িতে আলাল মিয়ার সৎমা মারা যাওয়ার খবর পান। সকালে ৮টার দিকে আলাল মিয়া ও স্বজনরা একটি সিএনজি অটোরিকশাযোগে মায়ের লাশ দেখতে রওনা দেন।
এ সময় দুর্ঘটনায় আহত পারুল বেগম ও মনোয়ারা বেগম নামে সিএনজির দুই আরোহীকে উদ্ধার করে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করা হয়েছে।
একই দিন হবিগঞ্জের লাখাইয়ে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্র্যাক কর্মী এসএম কেরামত আলী নামে একজন মারা গেছেন। সোমবার সকালে উপজেলার মনতৈলে এ ঘটনা ঘটে।
নিহত কেরামত আলী ময়মনসিংহের বাসিন্দা এবং লাখাই উপজেলার বুল্লা ব্র্যাক অফিসের মাঠকর্মী ছিলেন।