আজ ৮ অক্টোবর, ২০২১
চুনারুঘাটে তিন ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা।
হবিগঞ্জের চুনারুঘাট পৌর শহরের বাল্লা রোডের তিনটি ব্যবসা প্রতিষ্ঠানে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
জানা যায়, গতকাল বৃহস্পতিবার বিকেলে বাল্লা রোডের ওই তিনটি দোকানে পণ্যের মোড়ক ব্যবহার না করা, পণ্যের মূল্য তালিকা প্রদর্শন না করা এবং মেয়াদউত্তীর্ণ পণ্য বিক্রি করার দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর ধারায় তিনটি ব্যবসা প্রতিষ্ঠানকে ৬ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন, চুনারুঘাট উপজেলা নিবার্হী কর্মকর্তা (ইউএনও) সিদ্ধার্থ ভৌমিক। তিনি বলেন, ভোক্তা অধিকার আইন মেনে ব্যবসায়ীদের ব্যবসা পরিচালনা করতে হবে। আইন না মানলে প্রশাসন কঠোর অবস্থানে যাবে।