সুনামগঞ্জ: জেলার ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের হাসনাবাদ এলাকায় ট্রাক ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে এক সিএনজি যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিন জন। রোববার (১০ অক্টোবর) দুপুরে এই দুর্ঘটনা ঘটে।
ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ নাজিমুদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
ওসি জানান, দুর্ঘটনার পর প্রায় এক ঘণ্টা সড়কে যানবাহন বন্ধ ছিল। পুলিশ ঘটনাস্থলে গিয়ে যান চলাচল স্বাভাবিক করে দিয়েছে।
তিনি জানান, নিহতের পরিচয় মিলেনি। আহতদের সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ট্রাক ও সিএনজি আটক করা হয়েছে। তবে চালক পালিয়েছে।