কিশোরগঞ্জের ভৈরবের দুর্জয় মোড় সংলগ্ন জাতীয় পার্টির কার্যালয়ে আজ ৯ অক্টোবর শনিবার সন্ধ্যায় ভৈরব উপজেলা জাতীয় পার্টির আয়োজনে কিশোরগঞ্জ জেলা জাতীয় পার্টির সভাপতি ও করিমগঞ্জ – তারাইল আসনের এমপি এ্যাডভোকেট মুজিবুল হক চুন্নু জাতীয় পার্টির মহাসচিব নির্বাচিত হওয়ায় ভৈরবে মিষ্টিমুখ ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা হুসাইন মুহাম্মদ এরশাদ এর আত্মার মাগফেরাত কামনা ও মুজিবুল হক চুন্ন এমপি’র দীর্ঘায়ু কামনা করে দোয়া মাহফিল এর আয়োজন করা হয়।
এতে উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ভৈরব উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক এন কে সোহেল, সহসাধারণ সম্পাদক মোঃ ছাবির উদ্দিন রাজু, নাছির উদ্দীন ফ্যাশন, কালিকাপ্রসাদ ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি ইউপি চেয়ারম্যান প্রার্থী মজলিস খাঁন কামাল,নব নির্বাচিত সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম ফ্যাশন, শ্রমিক পার্টির নেতা আলম ও জহির প্রমূখ সহ ৭ ইউনিয়নের বিভিন্ন স্থরের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।