সুনামগঞ্জের দিরাই-শ্যামারচর সড়কের কালিনগর এলাকায় গাছের সাথে ধাক্কা লেগে এক মোটরসাইকেল আরোহী ঘটনাস্থলেই নিহত হয়েছেন। অপর এক আরোহী গুরুতর আহত হয়েছে। তাদের নাম ও পরিচয় জানা যায়নি।
বৃহস্পতিবার বিকেল ৩টার দিকে শ্যামারচর থেকে নিজ বাড়ি বিশ্বম্ভরপুর উপজেলায় যাওয়ার পথে কালিনগর এলাকায় রাস্তার পাশে এক রেনটি গাছের সাথে ধাক্কা লেগে এ হতাহতের ঘটনা ঘটে। নিহত ও আহতদের ন্থানীয় লোকজন উদ্ধার করে দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেকে নিয়ে যাওয়া হয়েছে।
এ ব্যাপারে দিরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: আজিজুল রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ ঘটনাস্থলে রওয়ানা দিয়েছে।