সিলেটের বিয়ানীবাজার সীমান্ত এলাকা থেকে প্রায় পৌনে তিন লক্ষাধিক টাকার ইয়াবাসহ শিল্পী বেগম নামে এক নারীরিকে গ্রেপ্তার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি-৫২) ব্যাটালিয়ন।
রোববার বিকাল ৩টায় উপজেলার দুবাগ ইউনিয়নের গজুকাটা সীমান্ত এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত মাদক কারবারি শিল্পী বেগম (৫৫) উপজেলার দুবাগ ইউনিয়নের গজুকাটা গ্রামের নজরুল ইসলামের স্ত্রী।
বিজিবি-৫২ ব্যাটালিয়ন সূত্র জানায়, গোপন তথ্যের ভিত্তিতে রোববার বিকালে গজুকাটা বিওপি‘র টহল কমান্ডার নম্বর-৫৯৭৬০ হাবিলদার ত্রিমতী চাকমার নেতৃত্বে সিলেট জেলার গজুকাটা সীমান্ত এলাকার মেইন পিলার ১৩৫৭/১০-এস থেকে ৩০০ গজ দূরে বাংলাদেশের অভ্যন্তরে অভিযান পরিচালনা করে বিজিবি-৫২ ব্যাটালিয়ন। অভিযানে শিল্পী বেগম নামে এক মাদক কারবারিকে ইয়াবা পাচারকালে হাতেনাতে আটক করে বিজিবি। এসময় তার কাছ থেকে উদ্ধার করা হয় ৯৬২ পিস ইয়াবা ট্যাবলেট, যার সিজার মূল্য-২ লাখ ৮৮ হাজার ৬শ টাকা।
বিজিবি-৫২ বিয়ানীবাজার ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল শাহ আলম সিদ্দিকী এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, আটককৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম চলমান রয়েছে।