হবিগঞ্জের নবীগঞ্জ থেকে আহাদুর রহমান (৩৫) নামে এক ভুয়া কবিরাজকে আটক করেছে র্যাব-৯। শুক্রবার (২২ অক্টোবর) দিনগত রাত ১১টার দিকে নবীগঞ্জ উপজেলার ইমামবাড়ি বাজার থেকে তাকে আটক করা হয়।
আহাদুর রহমান বানিয়াচং উপজেলার কুর্শা খাগাউড়া গ্রামের সল্লুক মিয়ার ছেলে।
র্যাব-৯ সিপিসি-১ হবিগঞ্জের লেফটেন্যান্ট কমান্ডার মো. নাহিদ হাসান বলেন, আহাদুর রহমান আগে রেস্টুরেন্টের শ্রমিক ছিলেন। সে কাজ ছেড়ে তিনি দীর্ঘদিন ধরে ইমামবাড়ি বাজারে তাবিজ-কবজ, পানিপড়া, সুতাপড়া, গাছের জরি দেওয়ার নামে ভুয়া কবিরাজি চিকিৎসা চালিয়ে আসছিলেন। খবর পেয়ে শুক্রবার রাতে র্যাব-৯ সিপিসি-১ হবিগঞ্জের একটি টিম ইমামবাড়ি বাজারে অভিযান চালিয়ে তাকে আটক করে। এসময় তার কাছ থেকে কম্পিউটার, মেমোরি কার্ড, দু’টি মোবাইলফোন ও অন্যান্য সরঞ্জাম উদ্ধার করা হয়।
তার বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান র্যাবের এই কর্মকর্তা।