আজ বৃহস্পতিবার ২টার সময় পলিপ্রয়োগ ইউনিয়নের খয়ের পাড়া গ্রামের মৃত শহীমুল্লা সরকার এর পুত্র বিরামপুর পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক ও বিরামপুরের প্রবীণ সাংবাদিক হাফিজ উদ্দিন সরকারের বড় ভাই আলহাজ্ব আবু তালেব মাস্টার( ৬৫) নিজ বাড়ি থেকে মোটরসাইকেল যোগে বিরামপুরে আসার পথে টাটাকপুর মাদ্রাসা সংলগ্ন বিরামপুর- গোবিন্দগঞ্জ সড়কের টাটাকা পুর মাদ্রাসা সংলগ্ন রাস্তায় মোটরসাইকেল যোগে পারাপারের সময় পিছন দিক থেকে অজ্ঞাত একটি বাস ধাক্কা দিয়ে পালিয়ে যান।
তাকে উদ্ধার করে বিরামপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করার পর কর্তব্যরত ডাক্তার তাকে মৃত বলে ঘোষণা করে। বিরামপুর থানার ওসি সুমন কুমার মহন্ত জানান পরিবারের পক্ষে কোনো অভিযোগ না থাকায় লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
এ ব্যাপারে বিরামপুর থানায় একটি ইউডি মামলা হয়েছে বলে থানা সূত্রে জানা যায়।