সিলেটের কানাইঘাট সীমান্তে বিএসএফ এর গুলিতে দুই বাংলাদেশি নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও দুইজন।
বুধবার (৩ নভেম্বর) সকালে কানাইঘাটের ডোনা এলাকার চারজন বাসিন্দা সীমান্ত এলাকা দিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টা করলে গুলি ছোড়ে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ)।
এতে ঘটনাস্থলেই মারা যান আরিফুর রহমান ও আসকর নামের দুইজন। বিষয়টি নিশ্চিত করেছেন কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তাজুল ইসলাম।
কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তাজুল ইসলাম আরও জানান, গুলিতে নো ম্যানস ল্যান্ডেই পড়ে থাকে দুইজনের মৃত দেহ। বাকি দু’জন গুলিবিদ্ধ অবস্থায় বাংলাদেশে প্রবেশ করে দুপুরের দিকে স্থানীয়দের ঘটনাটি জানান।
পরবর্তীতে খবর পেয়ে পুলিশের একটি দল সীমান্তের দিকে যায়। তবে মৃতদেহ দু’টি নো ম্যানস ল্যান্ডে পড়ে থাকায় তা উদ্ধার করা সম্ভব হচ্ছে না। আহত দু’জনের পরিচয় নিশ্চিত করতে পারেনি পুলিশ। এ ঘটনায় বিজিবির পক্ষ থেকে পতাকা বৈঠকের আহবান জানানো হয়েছে।