সিলেট নগরীর আম্বরখানা পয়েন্টে দুই বিদেশী নাগরিককে সন্দেহজনকভাবে চলাফেরার করার সময় পুলিশে তুলে দিয়েছে জনতা।
শুক্রবার রাত ৮টায় আম্বরখানার ডিঙি রেস্টুরেন্টের সামনে থেকে তাদের আটক করে পুলিশ।
এর আগে ৯৯৯ এ ফোন করে বিষয়টি পুলিশকে জানান স্থানীয় জনগণ। পরে শাহজালাল মাজার তদন্ত কেন্দ্রের দায়িত্বরত পুলিশ সদস্যা গিয়ে ঘটনাস্থল থেকে তাদের আটক করে।
আম্বরখানার পুলিশ ফাঁড়ির ইনচার্জ মফিজুর রহমান জানান, স্থানীয় লোকজন দুই ব্যক্তিকে সন্দেহজনকভাবে চলাফেরা করার সময় ৯৯৯ এ ফোন দেন। পরে বিষয়টি আমরা জানতে পারি।
প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদে তারা জানিয়েছে তারা সুনামগঞ্জ সীমান্ত দিয়ে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করেছে। তারা নেপাল যাওয়ার কথাও জানিয়েছে।
আটক দুইজনকে জিজ্ঞাসাবাদ করলে তারা তাদের নাম জানিয়েছে শান বাহাদুর (৪৫) ও তার ছেলে জয় কুমার (১৪)।
কোতোয়ালি থানাধীন শাহজালাল (রাহ.) মাজার তদন্তকেন্দ্রের এসআই আব্দুর রহিম জানান, আটক দুই ব্যক্তি হিন্দিতে কথা বলছিলেন। তারা জানিয়েছে তারা নেপাল যেতে চায়। তাদেরকে মহানগরীর এয়ারপোর্ট থানায় নেওয়া হয়েছে। সেখানে আরও জিজ্ঞাসাবাদ করা হবে।