দ্বিতীয় ধাপের ইউপি নির্বাচনে সুনামগঞ্জের ছাতক উপজেলার ১০টি ইউনিয়নে চেয়ারম্যান পদে চারজন আওয়ামী লীগ মনোনীত এবং ছয়জন বিদ্রোহী ও স্বতন্ত্র প্রার্থী বিজয়ী হয়েছেন।
বৃহস্পতিবার (১১ নভেম্বর) রাতে ছাতক উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. ফয়েজুর রহমান বেসরকারিভাবে এ ঘোষণা দেন।
নির্বাচিতদের মধ্যে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী হিসেবে ছাতক সদর ইউনিয়নে সাইফুল ইসলাম (আনারস), দক্ষিণ খুরমা ইউনিয়নে জয়নাল আবেদীন (টেলিফোন) এবং জাউয়া বাজার ইউনিয়নে আব্দুল হক (ঘোড়া) চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।
স্বতন্ত্র প্রার্থী হিসেবে বিজয়ী হয়েছেন দোলারবাজার ইউনিয়নে নুরুল আলম (চশমা), চরমহল্লা ইউনিয়নে আবুল হাসনাত (মোটরসাইকেল) এবং ইসলামপুর ইউনিয়নে সুফি আলম সোহেল (টেলিফোন)।
এছাড়া আওয়ামী লীগের (নৌকা) প্রার্থী হিসেবে বিজয়ী হয়েছেন ছাতক উপজেলার ছৈলা আফজালাবাদ ইউনিয়নে গয়াছ আহমদ, গোবিন্দগঞ্জ সৈদেরগাওঁ ইউনিয়নে সুন্দর আলী, কালারুকা ইউনিয়নে অদুদ আলম এবং উত্তর খুরমা ইউনিয়নে বিল্লাল আহমদ।