হবিগঞ্জের মাধবপুরে চুরি যাওয়া তিনটি গাভীর মালিক মাহমুদার বাড়ীতে প্রধানমন্ত্রীর উপহার নিয়ে উপস্থিত হলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মঈনুর ইসলাম মঈন। আজ রবিবার ৮ আগষ্ট সকালে উপজেলার বুল্লা ইউনিয়নের বানেশ্বর গ্রামে গিয়ে মাহমুদার হাতে প্রধানমন্ত্রীর উপহারের টাকা তুলে দেন। এসময় মাহমুদা ও তার স্বামী তারা মিয়া কান্নায় ভেঙ্গে পড়েন। উপজেলা নির্বাহী কর্মকর্তা তাদের আশ্বস্ত করেন যে পুলিশের সহযোগিতায় চুরি যাওয়া গরু গুলো উদ্ধার করার সবোর্চ্চ চেষ্টা করবেন এবং সরকারের পক্ষ থেকে সকল ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে।
উল্লেখ্য গত বৃহস্পতিবার দিবাগত রাতে উপজেলার বানেশ্বর গ্রামের তারা মিয়ার ঘরের টিন খুলে তিনটি গাভী ও ১টি বাছুর চুরি হয়। পরদিন দুপুরে চুরি যাওয়া বাছুর টি নিজে নিজে বাড়ীতে চলে আসে। ফিরে আসা বাছুরটিকে জড়িয়ে তারা মিয়া ও তার স্ত্রী মামুদার কান্না এখনো থামেনি।