গোপন তথ্যের ভিত্তিতে গজুকাটা বিওপি‘র টহল কমান্ডার নম্বর-৫২১১৮ হাবিলদার মোঃ হাফিজুর রহমান এর নেতৃত্বে ১৩ ডিসেম্বর রাতে সিলেট জেলার বিয়ানীবাজার থানার অন্তর্গত উত্তর গজুকাটা নামক স্থানে মেইন পিলার ১৩৫৭ হতে ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে অভিযান পরিচালনা করে ইয়াবাসহ ভারতীয় নাগরিক আটক করা হয়।
ভারতীয় আসামী মোঃ সামছুদ্দিন (৪৪), পিতা-মৃত চাঁন মিয়া, গ্রাম-লাপাসাইল, ডাকঘর-লক্ষীবাজার, থানা-করিমগঞ্জ, জেলা-করিমগঞ্জ, ভারত।
লেঃ কর্ণেল মোঃ শাহ আলম সিদ্দিকী
অধিনায়ক বিয়ানীবাজার ব্যাটালিয়ন (৫২বিজিবি) বিষয়টি নিশ্চিত করেজানান, বিজিবি টহলদল ভারতীয় আসামীসহ ৪২০ পিস ইয়াবা ট্যাবলেট আটক করতে সক্ষম হয়। যার সিজার মূল্য-১ লক্ষ ২৬ হাজার টাকা।
সিলেট জেলা/বিয়ানীবাজার/সুমাইয়া-২১