স্বাধীনতার সুবর্ণজয়ন্তী এবং মুজিববর্ষ উপলক্ষে হবিগঞ্জ জেলা কারাগারে কারাবন্দী মায়েদের সাথে অবস্থানরত শিশুদের (অনূর্ধ্ব ৫ বছর) মানসিক উৎকর্ষ ও শারীরিক বিকাশের জন্য মহিলা ওয়ার্ডের একটি কক্ষে শিশু নিকেতন নামে একটি ইনডোর মিনি শিশু পার্ক উদ্বোধন করা হয়েছে। গতকাল ১৫ ডিসেম্বর অপরাধী সংশোধন ও পুনর্বাসন সমিতি, হবিগঞ্জ এবং জেলা কারাগার, হবিগঞ্জ এর যৌথ ব্যবস্থাপনায় মিনি শিশু পার্ক উদ্বোধন করেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট ইশরাত জাহান।
এ সময় উপস্থিত ছিলেন, জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মোঃ হাবিবুর রহমান, ভারপ্রাপ্ত জেল সুপার ও সহকারী কমিশনার প্রতীক মন্ডল, অপরাধী সংশোধন ও পুনর্বাসন সমিতি, হবিগঞ্জ এর কোষাধ্যক্ষ ডাঃ আবদুর রব, জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ জালাল উদ্দীন, প্রবেশন অফিসার নিপুন রায়, জেলা কারাগারের সহকারী সার্জন ডাঃ আ ন ম রাকিবুল কাওসার এবং জেলার জনাব জয়নাল আবেদীন ভূঞা।
শিশুদের জন্য স্থাপিত ইনডোর শিশুপার্কটিতে প্লে প্যান, এলিফ্যান্ট দোলনা, ইয়ো ইয়ো ফিশ, ডিয়ার রাইডার, মিকি রাইডার, তিন চাকার গাড়ি, দোল খাওয়া ঘোড়া, রঙিন ছবিওয়ালা শিশুতোষ গল্পের বই ও অন্যান্য খেলনা সামগ্রী শিশুদের মানসিক বিকাশে ভূমিকা রাখবে বলে সবার অভিমত।
কারাবন্দী মহিলাগণ তাদের শিশুদের জন্য এরকম একটি ব্যতিক্রমী চিত্তবিনোদনমূলক মিনি শিশু পার্ক স্থাপনে অত্যন্ত উৎফুল্ল এবং জেলা প্রশাসক মহোদয়ের নিকট কৃতজ্ঞতা প্রকাশ করেন।