চুনারুঘাট উপজেলা প্রশাসন ও বনবিভাগ অবৈধ করাতকলে অভিযান চালিয়ে ২টি করাতকলের মালামাল জব্দ ও নগদ জরিমানাসহ ১টি করাত কলের কাগজপত্র জব্দ করা হয়েছে।
গতকাল বুধবার দুপুরে উপজেলার শানখলা বাজারের নিজাম উদ্দিনের করাতকল ও সুন্দরপুর বাজারের নাছির উদ্দিনের করাতকলে উপজেলা প্রশাসন ও বনবিভাগ অভিযান চালায়।
এ সময় করাতকলের মেশিন, চাকা, টেবিলসহ সরঞ্জাম জব্দ করে বন বিভাগ। পরে করাতকল দুইটি বন্ধ করে দেয়া হয়। নাছির উদ্দিনকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
এদিকে উপজেলার ইছাকুটা বাজারের শামছুল হকের করাতকলের কাগজপত্রও জব্দ করা হয়েছে। অভিযানে নেতৃত্ব দেন চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা সিদ্ধার্থ ভৌমিক ও বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা খলিলুর রহমান।উপজেলা নির্বাহী কর্মকর্তা সিদ্ধার্থ ভৌমিক জানান, অবৈধ করাতকলের তালিকা তৈরী হচ্ছে। পর্যায়ক্রমে সকল অবৈধ করাতকল বন্ধ করে দেয়া হবে। সংরক্ষিত বন রক্ষায় এই অভিযান অব্যাহত থাকবে।