হবিগঞ্জের সাতছড়ি জাতীয় উদ্যানে অস্ত্র ও গোলাবারুদের সন্ধান পেয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। সোমবার ভোর থেকে কাউন্টার টেররিজমের একটি ইউনিট অভিযান চালাচ্ছে।
বিষয়টি নিশ্চিত করে হবিগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার শৈলেন চাকমা জানান, অভিযান চলছে।
এ বিষয়ে বিজিবির ৫৫ ব্যাটালিয়নের অধিনায়ক সামিউন্নবী চৌধুরী জানান, আমি বিষয়টি জানি না।
তবে শুনেছি কাউন্টার টেররিজমের একটি টিম অভিযান চালাচ্ছে।