শায়েস্তাগঞ্জে ৫ কেজি গাজাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে শায়েস্তাগঞ্জ থানা পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ওই ব্যক্তিকে আটক করা হয়।
বুধবার (২৯ ডিসেম্বর) দুপুর পৌণে ৩ টার দিকে এক অভিযান চালানো হয়। শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অজয় চন্দ্র দেবের নেতৃত্বে উপজেলার শায়েস্তাগঞ্জ ইউনিয়নের কাশিপুর গ্রামের বড়ই গাছতলা থেকে মোঃ আব্দুস সালাম (২৬) কে ৫ কেজি গাজা সহ আটক করা হয়েছে।
আটককৃত আব্দুস সালাম নুরপুর ইউনিয়নের চানপুর গ্রামের মৃত আব্দুস সালামের ছেলে। শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অজয় চন্দ্র দেব বিষয়টি নিশ্চিত করে জানান, আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে।