হবিগঞ্জ সদর হাসপাতালের মেডিকেল টেকনোলজিস্ট সাইফুল ইসলাম হত্যার ঘটনায় করা মামলায় সুমন মিয়া নামে এক কাপড়ের দোকানের কর্মচারীকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার (১ জানুয়ারি) বিকেলে আদালতের মাধ্যমে তাকে জেলা কারাগারে পাঠানো হয়েছে।
পুলিশ জানায়, তদন্তে হত্যার ঘটনায় সুমন জড়িত আছে বলে প্রমাণ পাওয়া গেছে। তিনি ঘটনার সময় পার্শ্ববর্তী একটি দোকানে অবস্থান করছিলেন। গ্রেফতার হওয়া সুমনের রিমান্ড চাইবে পুলিশ। তাকে জিজ্ঞাসাবাদে হত্যার মূল রহস্য জানা যাবে বলে ধারণা তাদের।
হবিগঞ্জ সদর-লাখাই সার্কেলের অতিরিক্তি পুলিশ সুপার মাহফুজা আক্তার শিমুল জাগো নিউজকে বলেন, হত্যাকাণ্ডের ক্লু এখন পুলিশের হাতে। সুমনকে গ্রেফতারের ফলে এ মামলার আরও অগ্রগতি হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হলে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যাবে।
২৮ ডিসেম্বর দুপুরে শহরের টাউনহল এলাকায় সদর হাসপাতালের মেডিকেল টেকনোলজিস্ট সাইফুল ইসলামকে কুপিয়ে ক্ষতবিক্ষত করে দুর্বৃত্তরা। আশঙ্কাজনক অবস্থায় তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে সন্ধ্যায় চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
এ হত্যাকাণ্ডের পর বিচারের দাবিতে উত্তাল হয়ে ওঠে হবিগঞ্জ। প্রকাশ্য দিবালোকে তাকে যেভাবে হত্যা করা হয়েছে এতে হাসপাতালের অন্য সহকর্মীরাও আতঙ্কিত হয়ে পড়েন। খুনীদের গ্রেফতারে ৪৮ ঘণ্টার আলটিমেটাম দেয় সিলেট স্বাস্থ্য বিভাগ। তা না হলে সিলেট বিভাগের সব হাসপাতালের স্বস্থ্যসেবা বন্ধ করে দেওয়ার ঘোষণা দেন সিলেট স্বাস্থ্য বিভাগের পরিচালক।