বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর ২০২৪, ০১:৩৪ পূর্বাহ্ন
নোটিশ :
বাংলাদেশের নিউজ পোর্টাল এর মধ্যে অন্যতম ও আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সংবাদমাধ্যম দৈনিক চলমান দেশ ডট কম এ বিশ্বের বিভিন্ন দেশ সহ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা সহ স্কুল, কলেজ থেকে জরুরী ভিত্তিতে প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহী মহিলা ও পুরুষ গনকে যোগাযোগ করার জন্য বলা হচ্ছে।  ফোন : ০১৭১৭-৭২৩৭৪২,০১৯১৭-১০২০৮৬। দৈনিক চলমান দেশের সাথে থাকুন পড়ুন ও বিজ্ঞাপন দিন। যোগাযোগ : 01717-723742

হবিগঞ্জ সদর হাসপাতালর ল্যাব টেকনোলজিস্ট সাইফুল হত্যাকান্ডে জড়িত থাকার অভিযোগে সুমন নামে একজনকে আটক

হবিগঞ্জ জেলা সংবাদদাতা, এসডি রবিন
  • আপডেট টাইম : শনিবার, ১ জানুয়ারী, ২০২২
  • ১৫৩ বার পঠিত

হবিগঞ্জ সদর হাসপাতালের মেডিকেল টেকনোলজিস্ট সাইফুল ইসলাম হত্যার ঘটনায় করা মামলায় সুমন মিয়া নামে এক কাপড়ের দোকানের কর্মচারীকে গ্রেফতার করেছে পুলিশ।

 

শনিবার (১ জানুয়ারি) বিকেলে আদালতের মাধ্যমে তাকে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

 

পুলিশ জানায়, তদন্তে হত্যার ঘটনায় সুমন জড়িত আছে বলে প্রমাণ পাওয়া গেছে। তিনি ঘটনার সময় পার্শ্ববর্তী একটি দোকানে অবস্থান করছিলেন। গ্রেফতার হওয়া সুমনের রিমান্ড চাইবে পুলিশ। তাকে জিজ্ঞাসাবাদে হত্যার মূল রহস্য জানা যাবে বলে ধারণা তাদের।

 

হবিগঞ্জ সদর-লাখাই সার্কেলের অতিরিক্তি পুলিশ সুপার মাহফুজা আক্তার শিমুল জাগো নিউজকে বলেন, হত্যাকাণ্ডের ক্লু এখন পুলিশের হাতে। সুমনকে গ্রেফতারের ফলে এ মামলার আরও অগ্রগতি হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হলে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যাবে।

 

২৮ ডিসেম্বর দুপুরে শহরের টাউনহল এলাকায় সদর হাসপাতালের মেডিকেল টেকনোলজিস্ট সাইফুল ইসলামকে কুপিয়ে ক্ষতবিক্ষত করে দুর্বৃত্তরা। আশঙ্কাজনক অবস্থায় তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে সন্ধ্যায় চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

 

এ হত্যাকাণ্ডের পর বিচারের দাবিতে উত্তাল হয়ে ওঠে হবিগঞ্জ। প্রকাশ্য দিবালোকে তাকে যেভাবে হত্যা করা হয়েছে এতে হাসপাতালের অন্য সহকর্মীরাও আতঙ্কিত হয়ে পড়েন। খুনীদের গ্রেফতারে ৪৮ ঘণ্টার আলটিমেটাম দেয় সিলেট স্বাস্থ্য বিভাগ। তা না হলে সিলেট বিভাগের সব হাসপাতালের স্বস্থ্যসেবা বন্ধ করে দেওয়ার ঘোষণা দেন সিলেট স্বাস্থ্য বিভাগের পরিচালক।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
দৈনিক চলমান দেশে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিও চিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি-সম্পাদক।
Theme Dwonload From ThemesBazar.Com