সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর থেকে ইয়াবার চালানসহ ২ মাদক কারবারিকে আটক করেছে র্যাব-৯ সুনামগঞ্জ ক্যাম্পের একটি দল।
শুক্রবার(৭ জানুয়ারি) সকাল সাড়ে ১১টার দিকে বিশ্বম্ভরপুর উপজেলার সদর ইউনিয়নের মধ্যগ্রাম থেকে তাদেরকে আটক করা হয়। এসময় তাদের হেফাজত থেকে ৫ হাজার ২’শ পিস ইয়াবা জব্দ করা হয়েছে।
আটকৃতরা হলেন- সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর থানার ধনপুর মধ্যগ্রামের গোলাম রব্বানীর ছেলে মো. নুরুজ্জামান (২৬) ও মো. নজির হোসেনের ছেলে মো. জাহাঙ্গীর আলম (২৪)।
আটকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে জব্দকৃত আলামতসহ বিশ্বম্ভরপুর থানায় হস্তান্তর করা হয় বলে নিশ্চিত করেছেন র্যাবের গণমাধ্যম কর্মকর্তা মেজর মাহফুজুর রহমান।