সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার যাদুকাটা নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে ৯ জনকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) সকাল থেকে বিকেল পর্যন্ত অভিযান চালিয়ে তাদের আটক করে পুলিশ।
আটককৃতরা হলেন- আমির আলী (৩০), জৈন মিয়া (২৬), মো. মোজাম্মিল (২৭), আমির হোসেন (২৮), আবু বক্কর (২৫), আবুল বাসির (৩০), নুর আলম (১৫), মো. রাসেল মিয়া (২৪) ও আউয়াল মিয়া (২৬)। আটককৃতরা উপজেলার আমরিয়া গ্রামের বাসিন্দা।
পুলিশ জানায়, যাদুকাটা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের সময় তাদেরকে আটক করে পুলিশ। আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্ততি চলছে।
তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস আই শাহীনুল ইসলাম বলেন, অবৈধভাবে বালু উত্তোলনের সময় তাদেরকে আটক করা হয়।