নাটোরের সিংড়ায় রামানন্দ খাজুরা ইউনিয়ন বিনগ্রাম হতে তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে সিংড়া থানা পুলিশ । বুধবার রাত ৯.৩০ মিনিটে গোপন সংবাদ পেয়ে বিনগ্রাম উত্তর পাড়া নয়াবাজার হতে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- মোঃ আজাহার আলী
(চায়ের স্টল) (৪০) মোঃ ওমরসান (৬০) তাইজুল (৩২) পিতা ইরফান । এ সময় তাদের কাছ হতে গাঁজা উদ্ধার করা হয়েছে।
বুধবার দিবাগত রাতে মাদক বেচাকেনার গোপন সংবাদের ভিত্তিতে বিনগ্রাম বাজারে ও গ্রামের ভিতরে অভিযান পরিচালনা করে সিংড়া থানা পুলিশ । একপর্যায়ে রাত ৯.৩০ মিনিটের দিকে উপজেলার বিনগ্রাম বাজারে ও গ্রামের ভিতরে থেকে গ্রেফতার করা হয় মাদক ব্যবসায়ীদের ।
এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সিংড়া থানা পুলিশ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েয়ের প্রস্তুতি নিচ্ছে।