কোনো ধরনের ঝুঁকি ছাড়াই সরাসরি ভিসা নিয়ে স্বপ্নের দেশ ইতালিতে পৌঁছানোর সুযোগের নাম ‘স্পন্সর ভিসা’। দেশটিতে গত ২৭ জানুয়ারি থেকে স্থায়ী স্পন্সর ভিসার আবেদন জমা দেওয়ার কার্যক্রম শুরু হয়। এর চার দিন পর ১ ফেব্রুয়ারি থেকে জমা নেওয়া শুরু হয়েছে অস্থায়ী বা সিজনাল স্পন্সর ভিসা। সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের দেওয়া তথ্যমতে, এবার আবেদনকারীদের বেশি আগ্রহ স্থায়ী স্পন্সর ভিসার প্রতি।
সংশ্লিষ্ট দফতরের দেওয়া তথ্যানুযায়ী, বাংলাদেশসহ ৩২টি দেশের জন্য এবার কৃষি বা সিজনাল স্পন্সর ভিসায় ৪২ হাজার এবং স্থায়ী স্পন্সর ভিসায় ১৭ হাজার মানুষ ইতালি প্রবেশের সুযোগ পাবেন। তবে স্থায়ী স্পন্সরের তুলনায় সিজনাল বা কৃষি স্পন্সর ভিসায় আবেদন জমা পড়ছে তুলনামূলক কম। যদিও স্থায়ী স্পন্সরের চেয়ে কৃষি বা সিজনাল স্পন্সরের সংখ্যা প্রায় আড়াই গুণ বেশি। যদিও দুই ক্যাটাগরিতে বাংলাদেশিদের আবেদন জমা পড়েছে তুলনামূলক বেশি।
ইতালি সরকার দেশটির শ্রমিকসংকট নিরসনে ২০২২ সালে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে ৬৯ হাজার ৭০০ শ্রমিক প্রবেশের সুযোগ দেবে। শ্রমিক নিয়োগের শর্তানুযায়ী আবেদন জমা দেওয়ার শেষ সময় ১৭ মার্চ পর্যন্ত। এরই মধ্যে ১০ লক্ষাধিক আবেদন জমা পড়েছে।