সিলেটে দেড় বছর বয়সী মেয়েকে হত্যার পর থানায় আত্মসমর্পন করেছেন মা নাজমিন আক্তার। বুধবার (০৯ ফেব্রুয়ারি) বিকেলে নগরের শাহপরাণ এলাকায় এ ঘটনা ঘটে। নিহত শিশুর নাম সাবিহা আক্তার।
শিশুর বাবার অভিযোগ- সাবিহার মা বিষজাতীয় কিছু পান করিয়ে মেয়েকে মেরে ফেলেছেন।
সিলেট মহানগর পুলিশের কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আলী মাহমুদ জানিয়েছেন-পারিবাহিক কলহের জেরে সাবিহাকে গলা টিপে হত্যা করেন তার মা নাজমিন আক্তার। তিনি শাহপরাণ নিপোবন এলাকার বাসিন্দা সাব্বির হোসেনের স্ত্রী।
তিনি বলেন, ওসমানী হাসপাতালে ওই নারী পুলিশের কাছে আত্মসমর্পন করেন। তাকে থানায় নিয়ে আসা হয়েছে। আর শিশুর মরদেহ ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
ওসি মোহাম্মদ আলী মাহমুদ জানান, এ বিষয়ে এখনও বিস্তারিত কিছু জানা যায়নি। ওই নারীকে পুলিশ জিজ্ঞাসাবাদ করছে।