সুনামগঞ্জের জগন্নাথপুর পৌর শহরে এক সৌদিপ্রবাসীর স্ত্রীকে হত্যা ঘটনায় পলাতক প্রধান আসামি জিতেশ চন্দ্র গোপকে ঢাকা থেকে গ্রেপ্তার করেছে সি আইডি পুলিশ। শুক্রবার (১৮ ফেব্রুয়ারি) বেলা ১২ টায় সি আইডির একটি টিম ঢাকায় অভিযান চালিয়ে থাকে আটক করে।
এ ঘটনায় নিহত শাহনাজ পারভীন জ্যােৎস্নার ভাই বাদি হয়ে জিতেশ চন্দ্র গোপকে আসামি করে জগন্নাথপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। গ্রেপ্তারের বিষয়টি পুলিশ সুপার মো. মিজানুর রহমান নিশ্চিত করেছেন।
উল্লেখ, বৃহস্পতিবার পুলিশ শহরের পৌর পয়েন্টের একটি মার্কেটের অভি মেডিক্যাল নামের তালাবদ্ধ ফার্মেসি থেকে উদ্ধার করা হয়েছে প্রবাসীর স্ত্রীর ৬ খন্ড লাশ। হাত, পা, মাথা, ধড়- সব আলাদা। এতো নৃশংস খুন আর বিভৎস দৃশ্য আগে দেখা হয়নি বলে মন্তব্য জগন্নাথপুরের মানুষের।
এ জাতীয় আরো খবর..