ঢাকার প্রবেশপথ রাজধানীর যাত্রাবাড়ী এলাকা থেকে ছয়কেজি গাঁজাসহ মো. বাবু মিয়া নামের একজন মাদক চোরাকারবারিকে আটক করেছে র্যাব-১০।
এ সময়ে তার কাছ থেকে দুইটি মোবাইল ফোন ও মাদক বিক্রির নগদ ৩৭০ টাকা জব্দ করা হয়। বুধবার বিকালে গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় র্যাব-১
র্যাব জানায়, বুধবার দুপুর সাড়ে ১২টা থেকে ১টা পর্যন্ত র্যাব-১০ এর একটি দল যাত্রাবাড়ী থানার শনিরআখড়া এলাকায় অভিযান চালায়। অভিযানে এক লাখ আট হাজার টাকা দামের ছয় কেজি গাঁজাসহ মো. বাবু মিয়া নামে একজন মাদক চোরাকারবারিকে আটক করা হয়। এ সময়ে তার কাছ থেকে দুইটি মোবাইল ও মাদক বিক্রির নগদ ৩৭০ টাকা জব্দ করা হয়।
যাত্রাবাড়ীতে প্রায়শই মাদকের চালান আটকের খবর পাওয়া যায়। তাই এখন থেকে শৃঙ্খলা বাহিনী নিয়মিত অভিযান পরিচালনা করবে বলে জানায়।