সুনামগঞ্জ পৌর শহরের বড় পাড়ায় দ্বিতীয় স্বামীর ছুরিকাঘাতে রিপা বেগম (২৬) নামে এক নারী খুন হয়েছেন। এ ঘটনায় স্বামীকে আটক করেছে পুলিশ।
রোববার (৬ মার্চ) সকালে শহরের পশ্চিম তেঘরিয়া এলাকায় এ ঘটনা ঘটে।
এ ঘটনায় নিহতের স্বামী আব্দুল হামিদ মিল্টনকে দুপুরে শহরের পুরাতন বাস স্টেশন এলাকা থেকে আটক করেছে র্যাব-৯।
বিষয়টি নিশ্চিত করেছেন সুনামগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইখতিয়ার উদ্দিন চৌধুরী।
তিনি বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পারিবারিক কলহের জেরে এমন ঘটনা হয়ে থাকতে পারে, র্যাব তার স্বামীকে আটক করেছে, বিস্তারিত পরে বলতে পারবো।
এদিকে এ ঘটনায় ওই মহিলার স্বামী সিএনজি চালক আব্দুল হামিদ মিল্টনকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-৯ সিপিসি -৩ এর কোম্পানি কমান্ডার সিঞ্চন আহমেদ।