হবিগঞ্জের চুনারুঘাটে প্রাইভেটকার থেকে সাড়ে ২০ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
মঙ্গলবার (১৫ মার্চ) র্যাব-৯ শ্রীমঙ্গল ক্যাম্পের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে চুনারুঘাটের আমতলী আদর্শ বাজারস্থ পাকাসড়কে চেকপোস্ট স্থাপন করে তাদের আটক করে।
আটক দু’জন হলো- মো. শাহ আলম (২৮) ও মো. সাইদুল ইসলাম (২৬)। দু’জনের বাড়ি সুনামগঞ্জ সদর উপজেলার ওয়েজখালী গ্রামে।
র্যাব-৯ এর মিডিয়া অফিসার ও সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. লুৎফুর রহমান জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে দু’জন সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে দেশের বিভিন্ন স্থানে পৌঁছে দিত এবং দীর্ঘদিন যাবৎ তারা মাদক ব্যবসার সাথে সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন।
এছাড়া তাদের বিরুদ্ধে র্যাব বাদি হয়ে চুনারুঘাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেছে এবং দুজনকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
এ ঘটনায় জড়িত অন্যান্য মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে গোপন অনুসন্ধান চলছে বলেও জানান তিনি।