ইং-৩০/০৩/২০২২ তারিখ ১৮.৩০ তারিখ ঘটিকার সময় জনাব মোহাম্মদ এমরান হোসেন, অফিসার ইনচার্জ, বানিয়াচং থানা, হবিগঞ্জ সাহেবের দিক-নির্দেশনায় অত্র থানায় কর্মরত এসআই মোঃ দুলাল মিয়া সংগীয় ফোর্সের সহায়তায় যাত্রাপাশা এলাকায় অভিযান পরিচালনা করিয়া একাধিক ডাকাতি মামলার পলাতক আসামী নুর আলম গোলা আলু (২৪) পিতা- আব্দুল আউয়াল, সাং- মধ্য যাত্রাপাশা, থানা- বানিয়াচং, জেলা- হবিগঞ্জকে গ্রেফতার করেন। আসামীর বিরুদ্ধে বানিয়াচং থানায় একাধিক চুরি ও ডাকাতি মামলার রুজু আছে।
অদ্য আসামীকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।