সুনামগঞ্জে নদ-নদীতে পানি বৃদ্ধি অব্যাহত থাকায় হাওরের একমাত্র বোরো ফসল রক্ষাবাঁধের ঝুঁকি বেড়ে গেছে। গত তিনদিনের ভারতের মেঘালয়-চেরাপুঞ্জি থেকে নেমে আসা ঢলের পানিতে কয়েকটি ছোট হাওর ডুবে গেছে। ব্যাপক ফসলহানির আশঙ্কায় রয়েছেন এ অঞ্চলের কৃষকেরা।
ঝুঁকিতে থাকা সুনামগঞ্জের হাওরের বোরো ফসল না ওঠা পর্যন্ত পানি সম্পদ প্রতিমন্ত্রী, উপমন্ত্রী, সচিবসহ সবাই সুনামগঞ্জে অবস্থান করার দাবি জানিয়েছেন সুনামগঞ্জ-৪ আসনের এমপি অ্যাডভোকেট পীর ফজলুর রহমান মিসবাহ।
হাওরগুলো হচ্ছে – তাহিরপুরের টাঙ্গুয়া, সুনামগঞ্জ সদরের ছোট কানলা এবং ছাতকের গুয়া পাকুয়া, শাল্লার বাঘার হাওর ও কলার হাওর।
যাদুকাটা, সুরমা, বৌলাই, কুশিয়ারা, রক্তি, কালনী নদীর পানি বাড়ছে। সীমান্তের ওপার থেকে নেমে আসা পাহাড়ি ঢলে পানি বেড়েই চলেছে। ফলে শনি হাওর, মাটিয়ান হাওর, পাকনা হাওর, হালির হাওর, সোনামোড়ল, শালদীঘা বোয়ালিয়াসহ অনেক হাওরের ফসল রক্ষা বাঁধে ও ঝুঁকিপূর্ণ ক্লোজারগুলোতে পানির চাপ বাড়ছে। পানি বাড়ার সাথে সাথে বাঁধে দেয়া হচ্ছে মাটিভর্তি বস্তা ও বাঁশ। প্রায় প্রতিটি হাওরের ঝুঁকিপূর্ণ অংশে স্থানীয় কৃষকরা স্বেচ্ছায় বাঁধ মেরামতের কাজ করছেন। বিভিন্ন হাওর ঘুরে এমন চিত্র দেখা গেছে।
চৈত্র মাসেই এ যেন বর্ষাকাল হয়ে গেল। দুই দিন আগে যে হাওরে ছিল কাঁচা সবুজ ধানক্ষেতের সমারোহ, আজ সেখানে শুধু পানি আর পানি। কৃষকরা জানান, শনিবার তাহিরপুর উপজেলার টাঙ্গুয়ার হাওরের নজরখালীর বেড়ি বাঁধ ভেঙে প্রায় ৩ হাজার একর জমির ফসল ডুবে গেছে। তবে প্রশাসন বলেছে, ২৫ হেক্টর জমির ধান তলিয়ে গেছে।
এতে প্রায় ৮২টি গ্রামের মানুষের ফসলডুবিতে ক্ষতিগ্রস্ত হয়েছেন। কৃষকরা এতো পানি দেখে আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছেন।
শাল্লায় উজানের পানি নেমে এসে দাড়াইন নদীর পানি বৃদ্ধির কারণে ৫ শত কেয়ার বোরো ফসলের জমি তলিয়ে গেছে। সংবাদ পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু তালেব, ভাইস চেয়ারম্যান দিপু রঞ্জন দাস, কৃষি অফিসের লোকজন ঘটনাস্থলে যান। কিন্তু পানির প্রবল স্রোতের কারণে বাঁধ রক্ষার শেষ চেষ্টা করা সম্ভব হয়নি। চোখের সামনে তাদের সারা বছরের স্বপ্ন পানিতে তলিয়ে যেতে দেখে কৃষকরা নির্বাক।
ওই হাওরে ৮০ ভাগ জমি ছিল দামপুর গ্রামবাসীর, বাকি ২০ ভাগ খল্লি গ্রামের। সোমবারও দাড়াইন নদীতে প্রায় ৪ ইঞ্চি পানি বেড়েছে। আগামী ২-৩ দিন এ হারে পানি বৃদ্ধি হলে উপজেলার ছোট ছোট আরো বেশ কয়েকটি হাওর তলিয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। সুনামগঞ্জের নদ-নদীতে পানি এখন বিপদসীমা থেকে ২১ সেন্টিমিটার নিচে রয়েছে।
হাওর অধ্যুষিত সুনামগঞ্জের একমাত্র ফসল বোরো ধান। কারণ এ জেলার ছোট-বড় ৯২টি হাওর বছরের বেশিরভাগ সময়ই পানির নিচে থাকে। কৃষি সম্প্রসারণ অধিদফতরের হিসাব অনুযায়ী, এ বছর সুনামগঞ্জে ২ লাখ ২২ হাজার ৮০৫ হেক্টর জমিতে বোরো ধানের আবাদ হয়েছে। প্রতি বছরই আগাম বন্যার হাত থেকে ফসল রক্ষায় হাওরে নির্মাণ করা হয় বাঁধ।
ফসল রক্ষা বাঁধ নির্মাণের দায়িত্ব পানি উন্নয়ন বোর্ডের (পাউবো)। বোর্ড আগে ঠিকাদারী প্রথার মাধ্যমে বাঁধ নির্মাণ করতো। তবে ২০১৭ সালের ফসলহানির পর সমালোচনার মুখে এই প্রক্রিয়ায় পরিবর্তন আনা হয়।
২০১৮ সাল থেকে স্থানীয় উপকারভোগীদের সমন্বয়ে প্রকল্প বাস্তবায়ন কমিটি (পিআইসি) গঠন করে বাঁধের কাজ করা হচ্ছে। প্রতিটি বাঁধের জন্য স্থানীয় উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) আহ্বায়ক ও উপজেলা পাউবো কর্মকর্তাকে সদস্য সচিব করে গঠন করা হয় আলাদা আলাদা পিআইসি। তবে নির্মাণকাজে পরিবর্তন আনা হলেও বন্ধ হয়নি অনিয়ম আর লুটপাট। এ অভিযোগ কৃষকদের। এ কারণে বাঁধের উপর আস্থা রাখতে পারেন না কৃষকেরা। বাঁধ নির্মাণ নিয়ে এলাকায় রয়েছে বিস্তর সমালোচনা।