বুধবার ৬ এপিল সকালে লাখাই ইউনিয়নের ধলেশ্বরী নদীর তীরবর্ত্তী স্বজন গ্রাম পুলিশ তদন্ত কেন্দ্র সংলগ্ন গোদামবাড়ী নামক নৌকাঘাট থেকে ২৭ কেজি গাঁজাসহ মুন্সীগঞ্জ জেলার টংগিপাড়া উপজেলার আলদি বেপারী বাড়ী গ্রামের মুগবুল মিয়ার ছেলে মোঃ রাসেল মিয়া (৩৭) ও তার স্ত্রী ঝালকাঠি জেলার নলকাটি উপজেলার কাটিপাড়া গ্রামের আবুল কালামের মেয়ে সালমা আক্তার( ২৮)।
মহিলা সদস্য সহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করে স্বজনগ্রাম পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ গোলাম মোস্তফা ও এস,আই মোঃ শাহাজান মিয়ার নেতৃত্বাধীন পুলিশ থানার টিম।
ইনচার্জ গোলাম মোস্তফা জানান, গোপন সংবাদ এর ভিত্তিতে নৌকা ঘাট থেকে ২৭ কেজি গাঁজাসহ তারা স্বামী স্ত্রী পরিচয়ে তারা শায়েস্তাগঞ্জ থেকে গাঁজা নিয়ে সিএনজি রিজার্ভ করে লাখাই নৌকা ঘাটে আসে, নৌকা পাড় হয়ে অষ্টগ্রাম কিশোরগঞ্জ ভৈরব দিয়ে ঢাকা যাবার উদ্দেশ্যে নৌকা ঘাট পাড় হয়ে হওয়ার পথে বিটকেস ভর্তি গাঁজাসহ দুইজনকে গ্রেফতার করা হয়েছে এদের বিরুদ্ধে প্রচলিত আইনে মামলা দায়ের করার প্রস্তুতি চলছে ।