সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায় পল্লী বিদ্যুতের তার ছিঁড়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-ছেলের মৃত্যু হয়েছে।
রোববার (১০ এপ্রিল) দুপুরে উপজেলা সদর ইউনিয়নের নতুনপাড়া আবাসিক এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় তার বড় মেয়ে ও গুরুতর আহত হয়।
নিহতের নাম ঝুমা সরকার (৩৫), তিনি উন্নয়ন কর্মী দেবজ্যোতি সরকারের স্ত্রী। নিহত শিশু সন্তানের নাম দীপ সরকার (২)। এ ঘটনায় ঝুমা মেয়ে পূঁজা সরকার গুরুতর আহত হয়েছে। তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ঝুমা সরকার তার দুই শিশু মা-ছেলের মৃত্যুসন্তানকে নিয়ে পাশের টিউবওয়েলে গোসল করাচ্ছিলেন। হঠাৎ করে বিকট শব্দ হয়ে মাথার ওপরে থাকা তেলিয়া-নতুনপাড়া বিদ্যুৎ লাইনের তার ছিড়ে তাদের ওপরে পড়ে যায়। ঘটনাস্থলেই মারা যান ঝুমা সরকার ও দীপ সরকার।
পুলিশ সুপার মো. মিজানুর রহমান জানিয়েছেন, বিষয়টি খুবই মর্মান্তিক। পুলিশ ঘটনাস্থল পরিদর্শনে গেছে।